ঝালকাঠিতে প্রায় উননব্বই হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

প্রচ্ছদ শিশু অধিকার শিশু/কিশোর হ্যালোআড্ডা

ঝালকাঠি প্রতিনিধি॥ ৬ মাসের কম নয় ও ৫ বছরের বেশী নয় এমন শিশুদের টিকা থেকে বাদ যাবে না বলে মন্তব্য করেছেন ঝালকাঠির সিভিল সার্জন ডা: জহিরুল ইসলাম। তিনি বুধবার ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনে এমন মন্তব্য করে বলেন আমরা সকল শিশুদের বিষয় সতর্ক রয়েছি। ঝালকাঠি জেলার ৪টি উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে জেলা সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৩টায় সিভিল সার্জন কার্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে সভাপতিত্ব করেন ঝালকাঠির সিভিল সার্জন ডা: মো: জহিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজি মো: খলিলুর রহমান, দৈনিক অজানা বার্তার সম্পাদক প্রবীন সাংবাদিক এসএমএ রহমান কাজল, ঝালকাঠি প্রেসক্লাব সদস্য চিত্ত রঞ্জন দত্ত, দুলাল সাহা, মো: আজমীর হোসেন তালুকদার, শফিউল আজম টুটুল, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মো: এমদাদুল হক স্বপন, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু,যুগ্ন- সাধারন সম্পাদক মোঃ দেলোয়ার হোসেনসহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সাংবাদিক সম্মেলনে সিভিল সার্জন আরো বলেন, আগামী ১৮ জুন ঝালকাঠি জেলায় ০৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুকে ১ লক্ষ আইইউ ক্ষমতা সম্পন্ন একটি নীল রংয়ের ভিটা-এ ক্যাপ ১০ হাজার তিনশত ২৬জনকে এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে ২ লক্ষ আইইউ ক্ষমতা সম্পন্ন লাল রংয়ের ভিটা-এ ক্যাপ ৭৮ হাজার ৭শত ১১জনকে কাঁচি দ্বারা কেটে খাওয়ানো হবে। তিনি বলেন, ভিটামিন ‘এ’ প্লাস পুষ্টি সেক্টরে একটি গুরুত্বপূর্ণ কর্মসুচী। শিশুদের অপুষ্টি নিরাময়, অন্ধত¦ প্রতিরোধ, শিশুর স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশ এবং রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধির জন্য ভিটামিন ‘এ’ একটি অত্যাবশ্যকীয় অনুপুষ্টি। তিনি বলেন, এ কর্মসূচী বাস্তবায়নে কোন শিশু যাতে এ কার্যক্রম থেকে বাদ না পড়ে সেই বিষয়টা নিশ্চিত করতে কাজ করছে স্বাস্থ্য কর্মীরা। জেলা পর্যায়ে সদর হাসপাতালে ভিটামিন খাওয়ার কারণে অসুস্থ্য শিশুদের চিকিৎসার ব্যবস্থা রয়েছে। উপজেলা পর্যায়ে অনাকাঙ্খিত ঘটনার জন্য জরুরী চিকিৎসা দেয়ার নিমিত্তে টিম গঠন করার ব্যবস্থা গ্রহন করা হয়েছে। কোন কিছু জানার জন্য ০১৭১১৩১১২৮২ সিভিল সার্জন ঝালকাঠির নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরাধ করা হয়। এসময় তিনি উপস্থিত সাংবাদিকদের এবিষয়ে সংবাদ প্রকাশ করে প্রচার প্রচারাণার মাধ্যমে সহায়তার আহ্বান জানান।

আরো পড়ুন : বামনায় ভূমি অফিসের সরকারি টিন আত্মসাতের অভিযোগ

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *