ডমিনিকায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান। ফলে এখন ব্যাটিংয়ে নামতে হচ্ছে বাংলাদেশকে।
বৃষ্টির কারণে নির্ধারিত থেকে ৪ ওভার কেটে দেওয়া হয়েছে। ফলে এখন দুই ইনিংসে ১৬ ওভার করে খেলা হবে। দুই পেসার ও তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। পেসারদের মধ্যে শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান খেলছেন। ফলে চোটমুক্ত তাসকিন আহমেদের মাঠে ফেরার অপেক্ষা আরও বাড়লো।
আর সাকিব আল হাসান ও নাসুম আহমেদের সঙ্গে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে জায়গা পেয়েছেন শেখ মেহেদী হাসান। উইকেটের পেছনের দায়িত্ব সামলাবেন নুরুল হাসান সোহান। দীর্ঘদিন পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন এনামুল হক বিজয়।
বাংলাদেশ একাদশ: মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, আফিফ হোসাইন, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
আরো পড়ুন : ইউরোপে পাসপোর্ট জটিলতায় ৬০ হাজার প্রবাসী বাংলাদেশি