টানা চার দিন করোনায় মৃত্যু শুন্য বাংলাদেশ, আক্রান্ত ৪৮

জাতীয় প্রচ্ছদ লাইফ স্টাইল স্বাস্থ্য কথা

দেশে গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনায় কারো মৃত্যু হয়নি। ফলে মৃত্যুসংখ্যা ২৯ হাজার ১২৩ জনই থাকল। এ নিয়ে টানা চতুর্থ দিন করোনায় মৃত্যু নেই। এ সময় ৪৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৯৯৫ জনে।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শনাক্তের হার শূন্য দশমিক ৭৭ শতাংশ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৬০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৭ হাজার ৩২৩ জন। এ সময় ছয় হাজার ২৩০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ছয় হাজার ২৩৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ০৬ শতাংশ।

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *