টানা পাঁচ বিশ্বকাপে গোল করে অবিশ্বাস্য রেকর্ড গড়ল রোনালদো

আন্তর্জাতিক খেলাধুলা প্রচ্ছদ সফলতার গল্প হ্যালোআড্ডা

ক্রীড়া প্রতিবেদক : ক্রিস্টিয়ানো রোনালদো মানেই গোল, ক্রিস্টিয়ানো রোনালদো মানেই গোলের রেকর্ড। পর্তুগিজ মহাতারকার রেকর্ডের ঝুলিতে এবার যোগ হলো অবিশ্বাস্য এক রেকর্ড। কাতার বিশ্বকাপে আজ ঘানার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করেই ভিন্নি পাঁচ বিশ্বকাপে গোল করা প্রথম খেলোয়াড় হয়ে গেলেন পর্তুগাল অধিনায়ক।

চারটি বিশ্বকাপে গোল করার রেকর্ডটা এবারের বিশ্বকাপ শুরু হওয়ার আগে পেলে, মিরোস্লাভ ক্লোসা ও উয়ি সিলারের সঙ্গে ভাগাভাগি করেছেন রোনালদো। এবার সৌদি আরবের বিপক্ষে গোল করে সেই রেকর্ডে ভাগ বসিয়েছিলেন লিওনেল মেসি। আজ গোল করে সবাইকে পেছনে ফেলে দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো।
 
সবচেয়ে বেশি বিশ্বকাপে গোল
৫ ক্রিস্টিয়ানো রোনালদো        পর্তুগাল
৪ পেলে                                   ব্রাজিল
৪ উয়ি সিলার                          জার্মানি
৪ মিরোস্লাভ ক্লোসা                   জার্মানি
৪ লিওনেল মেসি                     আর্জেন্টিনা
রোনালদো প্রথম বিশ্বকাপ খেলেছেন ২০০৬ সালে। সেই বিশ্বকাপেই পর্তুগালের দ্বিতীয় ম্যাচে ইরানের বিপক্ষে বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম গোলটি পেয়ে যান রোনালদো। ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে একটি করে গোল পাওয়া পর্তুগিজ তারকা ২০১৮ সালে স্পেনের বিপক্ষে হ্যাটট্রিক করে এক ঝটকাতেই দ্বিগুণ করে ফেলেন বিশ্বকাপে নিজের গোলসংখ্যা। রাশিয়া বিশ্বকাপে আরেকটি গোল পাওয়া রোনালদো বিশ্বকাপ ক্যারিয়ারের অষ্টম গোলটি পেলেন আজ ঘানার বিপক্ষে।

কোন বিশ্বকাপে রোনালদোর কত গোল
২০০৬                                   ১
২০১০                                   ১
২০১৪                                    ১
২০১৮                                   ৪
২০২২                                    ১

আরো পড়ুন : ধর্ষণ চেষ্টা মামলা, গোবিন্দগঞ্জে তদন্ত প্রতিবেদনের অপেক্ষায় বাদীনি

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *