ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে দিনাজপুরে সাংবাদিকদের মানববন্ধন

আইন-আদালত তথ্য-প্রযুক্তি পুরুষ পুরুষ অধিকার পুরুষ নির্যাতন প্রচ্ছদ হ্যালোআড্ডা

শাহ্ আলম শাহী, দিনাজপুর থেকে:দেশব্যাপী সাংবাদিক নির্যাতন, মিথ্যা মামলাসহ হয়রানির প্রতিবাদ জানিয়ে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় সাংবাদিকবৃন্দ। মঙ্গলবার বিকেলে দিনাজপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ।

এ সময় বক্তারা সময় টিভির বার্তা প্রধান মুজতবা দানিশের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মানহানির বিচারের দাবি জানান।

এছাড়া সাংবাদিক হয়রানি বন্ধে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল অথবা সংশোধনের দাবি জানান। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন সময় টিভির রিপোর্টার গোলাম নবী দুলাল, চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহী, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি সালাউদ্দীন আহমেদ,বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি একরাম তালুকদার, টুয়েন্টি ফোর চ্যানেলের ফখরুল পলাশ, দৈনিক আমাদের সময় এরচ প্রতিনিধি রতন সিং,এশিয়ান টিভির দিনাজপুর প্রতিনিধি রফিকুল ইসলাম ফুলাল ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি রতন সিংসহ অন্যরা ।
শাহ্ আলম শাহী
দিনাজপুর।

আরো পড়ুন : স্কুলের শিক্ষক-শিক্ষার্থী না থাকলেও সরকারি বই উত্তোলনের অভিযোগ

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *