ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগ পর্বে আজ মুখোমুখি হয়েছে আবাহনী লিমিটেড ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন আবাহনী অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।
টসে হেরে ব্যাট করতে নামা প্রাইম ব্যাংককে দারুণ সূচনা এনে দেন এনামুল হক বিজয় এবং শাহাদাত হোসেন দিপু। উদ্বোধনী জুটিতে ৯৭ রান তুলেন এ দুজন।
৫১ বলে ৩৮ রান করে শাহাদাৎ দিপু আউট হয়ে গেলেও এনামুল হক বিজয় খেলেছেন ৮৫ বলে ৭৭ রানের দুর্দান্ত এক ইনিংস। তবে ব্যর্থ হয়েছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। ৮ রান করেই সাজঘরে ফিরেছেন তিনি।
মোহাম্মদ মিঠুন খেলেছেন ৪৪ রানের ইনিংস। নাসিরের ব্যাট থেকে এসেছে মাত্র ৬ রান। ইয়াসির আলী চৌধুরী করেছেন ৪৩ রান। মেহেদী হাসান অপরাজিত থাকেন ৩৪ রানে। শেষ পর্যন্ত ৫০ ওভারে প্রাইম ব্যাংকের স্কোর দাঁড়ায় ৯ উইকেটে ২৭৩।
আবাহনীর ডি সিলভা ৩টি উইকেট শিকার করেন। সাইফউদ্দিন নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট নেন আরাফাত সানি, শহিদুল ইসলাম, তানভির ইসলাম এবং মোসাদ্দেক হোসেন সৈকত।
আরো পড়ুন : জোর করা সম্ভব নয়; নির্বাচনে অংশগ্রহণ করা না করা তার ব্যাপার