ডি মারিয়াকে ছাড়া সেমিফাইনালে মেসির আর্জেন্টিনা

আন্তর্জাতিক খেলাধুলা প্রচ্ছদ বিনোদন

কাতার বিশ্বকাপের ৩২ দলের লড়াই থেকে এখন অবশিষ্ট রয়েছে ৪ দল। প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ লিওনেল মেসির আর্জেন্টিনা। বাংলাদেশ সময় মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত ১টায় লুসাইল আইকনিক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে এই দুই দল।

ফাইনালে যাওয়ার এমন মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আবারও দলে পরিবর্তন এনেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। আগের ম্যাচের ৩-৫-২ ফরমেশন থেকে সরে এসে আজ ৪-৪-২ ফরমেশন বেছে নিয়েছেন তিনি।

ক্রোয়শিয়ার বিরুদ্ধে নেদারল্যান্ডসের ম্যাচে হলুদ কার্ডের নিষেধাজ্ঞায় থাকা আকুনার পরিবর্তে দলে আরেকজন অতিরিক্ত মিডফিল্ডার পারেদেসকে দলে নিয়েছেন তিনি। এছাড়াও ফরমেশনের কারণে লিসান্দ্রো মার্টিনেজের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন তাগলিয়াফিকো।

আর্জেন্টিনা একাদশ: ফরমেশন (৪-৪-২): এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস ওতামেন্দি, ক্রিস্টিয়ান রোমেরো, তাগলিয়াফিকো, মলিনা, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, এলেক্সিস ম্যাকএলিস্টার, পারেদেস, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ।

আরো পড়ুন : কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ড. আলাউদ্দিন আর নেই

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *