ডেঙ্গুতে ২৪ ঘন্টায় প্রাণহানি ৪, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫০৩ জন

জনদুর্ভোগ জাতীয় প্রচ্ছদ লাইফ স্টাইল স্বাস্থ্য কথা হ্যালোআড্ডা

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ জন ঢাকার এবং ২ জন ঢাকার বাইরের। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১ হাজার ৫০৩ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৯০৭ এবং ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে ৫৯৬ জন ভর্তি হয়েছে।

আরো পড়ুন : ডেঙ্গুতে ২৪ ঘন্টায় প্রাণহানি ১০, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬১ জন

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮ হাজার ৬৭৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ হাজার ৮৭০ এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ৩ হাজার ৮০৬ জন রোগী।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে ৪৪ হাজার ২২৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
এর মধ্যে ঢাকায় ২৫ হাজার ৭০৫ এবং ঢাকার বাইরে ১৮ হাজার ৫০০ জন। এদিকে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ২২৯ জন মারা গেছেন। এদের মধ্যে ঢাকায় ১৭৯ জন এবং ঢাকার বাইরে ৫০ জন।

অন্যদিকে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩৫ হাজার ৩০০ জন।
এর মধ্যে ঢাকায় ২০ হাজার ৬৫৬ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৬৪৪ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১ হাজার ২৯০ জন। এর মধ্যে ঢাকায় ৮৪৪ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ৪৪৬ জন।

আরো পড়ুন : ঢাকার রাস্তা বন্ধ করতে আসলে চলার পথ বন্ধ করে দেব

 

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *