ঢাকার কোনো প্রবেশমুখে কাউকে অবস্থান করতে দেবেনা পুলিশ

জনদুর্ভোগ জাতীয় প্রচ্ছদ মুক্তমত রাজনীতি লাইফ স্টাইল হ্যালোআড্ডা

বিশেষ প্রতিনিধি: ঢাকার কোনো প্রবেশমুখে কাউকে অবস্থান কর্মসূচি পালন করতে দেব না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। শুক্রবার তিনি এ তথ্য জানান।

ডিমপি কমিশনার  জানান, জনদুর্ভোগ হবে এমন কোনো কর্মসূচি কাউকে করতে দেওয়া যাবে না। প্রবেশমুখে অবস্থান নিলে ব্যাপক জনদুর্ভোগ হবে।

তিনি আরও জানান, যদি কেউ মানববন্ধন করতে চায় সেটিও করতে দেওয়া হবে না। কেননা মানববন্ধন থেকে তারা ধীরে ধীরে অবস্থান কর্মসূচির দিকেও যেতে পারে।

এর আগে রাজধানীর প্রবেশমুখে পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় আওয়ামী লীগ ও বিএনপি। শুক্রবার নয়াপল্টনে অনুষ্ঠিত মহাসমাবেশ থেকে রাজধানীর সব প্রবেশমুখে অবস্থান কর্মসূচির ডাক দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অন্যদিকে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত শান্তি সমাবেশের পর ঢাকার সব প্রবেশমুখে অবস্থান কর্মসূচির ডাক দেয় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ও যুবলীগ।

আরো পড়ুন : এবার শনিবার ঢাকার প্রবেশপথের ৯ পয়েন্টে অবস্থান নিবে আওয়ামী লীগ

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *