ঢাকার রাস্তা বন্ধ করতে আসলে চলার পথ বন্ধ করে দেব

জনদুর্ভোগ প্রচ্ছদ মুক্তমত রাজনীতি হ্যালোআড্ডা

বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা ঢাকার রাস্তা বন্ধ করতে আসবে তাদের চলার পথ বন্ধ করে দেব। দেশি-বিদেশি কেউ চোখ রাঙাবেন না। আমাদের শেকড় এ মাটির গভীরে। আমরা কাউকে পরোয়া করি না।

আজ শুক্রবার (২৮ জুলাই) বিকেলে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী তিন সংগঠনের আয়োজনে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আগামীকাল শনিবার ঢাকার প্রবেশপথে অবস্থান কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর জবাবে সেতুমন্ত্রী বলেন, শুনলাম আপনারা নাকি রাস্তা বন্ধ করবেন। ঢাকার প্রবেশমুখে অবস্থান নেবেন! আপনাদের চলার রাস্তাও বন্ধ করে দেব।
আমাদের চোখ রাঙাবেন না।

তিনি বলেন, কারও চোখ রাঙানির পরোয়া বঙ্গবন্ধুকন্যা করেন না। যেদিকে তাকাই লোকে আজ লোকারণ্য। শুধু মানুষ আর মানুষ।
যেদিকে তাকাই তারণ্যের মিছিল, বঙ্গপসাগরের ঢেউ। যেদিকে তাকাই কর্ণফুলীর উত্তাল তরঙ্গ। কোথায় দাঁড়াবে? আমরা ছেড়ে দেব, সংঘাত করব না। আমরা সংঘাত চাই না। আমরা সংঘাতের জন্য এই সমাবেশ করছি না।

সেতুমন্ত্রী বলেন, বিএনপির মধ্যে মনোনয়ন বাণিজ্য চলছে৷ লন্ডনগামী যাত্রী বাড়ছে। তারেক জিয়ার ধমক খেতে খেতে বেচারার (মির্জা ফখরুল) অবস্থা কাহিল।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডা. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেসবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা।

আরো পড়ুন : শনিবার ঢাকার সব প্রবেশপথে অবস্থান নিবে বিএনপি

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *