তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নেপালে সোমবার জাতীয় শোক

আন্তর্জাতিক জনদুর্ভোগ প্রচ্ছদ ভ্রমণ

তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ গেছে ৬৮ জনের। এই দুর্ঘটনায় এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে নেপাল।

রাজধানী কাঠমান্ডু থেকে পোখারায় যাওয়া বিমানটি অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয়। আগুন ধরে গেলে প্রাণ হারান বিমানটিতে থাকা প্রায় সকলেই।
মোবাইলে ধারণ করা ভিডিওতে দেখা যায়, ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি অবতরণের চেষ্টাকালেই গোত্তা খায়।

তবে এখনও দুর্ঘটনার কারণ জানতে পারেনি নেপাল। অন্ধকারের জন্য সোমবার সকাল পর্যন্ত উদ্ধারকাজ স্থগিত ঘোষণা করা হয়েছে।

বিমানটিতে ক্রু মেম্বারসহ মোট ৭২ জন যাত্রী ছিল বলে জানা গেছে। এই দুর্ঘটনায় সোমবার জাতীয় শোক ঘোষণা করেছেন নেপালের প্রধানমন্ত্রী, গঠন করা হয়ে একটি তদন্ত কমিটি।

সূত্র: বিবিসি

আরো পড়ুন : অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশের মেয়ে আফিয়ারা

 

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *