তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি আওতায় গোবিন্দগঞ্জে মাঠ দিবস অনুষ্ঠিত

অর্থনীতি কৃষি জাতীয়

গাইবান্ধা প্রতিনিধি:
তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মঙ্গলবার বিকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুরের ভিটা সাখইল গ্রামে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এ মাঠ দিবসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের রংপুর অঞ্চলের মনিটরিং জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রেজা ই মাহমুমদ।
কৃষক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য আরো রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোশারফ হোসেন,মেহেদী হাসান,উপ সহকারী কৃষি কর্মকর্তা ধনেস্বর রায়,কৃষক ময়নুল উসলাম,ছানোয়ার হোসেনসহ অন্যরা ।

মাঠ দিবস অনুষ্ঠানে কৃষি কর্মকর্তারা বলেন আমন ধান কাটার পর জমি ফলে না রেখে তেল জাতীয় ফসল উচ্চ ফলনশীল জাতের সরিষা আবাদ করে কৃষক আবার বোরো চাষ করতে পারবে। এর মধ্যদিয়ে যেমন দু’ফসলী জমি তিন ফসলী চাষের আওতায় আসবে। এচাড়াও উৎপাদিত সরিষা নিজেদের পারিবারিক তেলের চাহিদা মিটিয়ে উদবৃত্ত ফসল বিক্রি করেও লাভবান হবেন। তারা আরো বলেন ৫০ শতক জমি থেকে অনায়াসে সাড়ে ৮ থেকে ৯ মন সরিষার ফলন পাওয়া যাচ্ছে।

ফারুক হোসেন
গাইবান্ধা।

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *