দাবি না মানলে হামলা বন্ধ করবেনন না রাশিয়া: পুতিন

আন্তর্জাতিক জনদুর্ভোগ প্রচ্ছদ হ্যালোআড্ডা

টানা ১১ দিনের মতো চলছে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সংঘাত। দেশ দুইটির মধ্যে সংঘাত বন্ধে পশ্চিমা বিশ্বের অনেক নেতাই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত কোনো ফলপ্রসূ খবর পাওয়া যায়নি। এরি মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আজ রবিবার (৬ মার্চ) ফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

ফোনে পুতিন এরদোয়ানকে বলেছেন, ইউক্রেন লড়াই বন্ধ করলে ও মস্কোর দাবি মেনে নিলে কেবল ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান বন্ধ হবে। ক্রেমলিনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

রাশিয়া জোর দিয়ে বলেছে, ইউক্রেনে স্থল, আকাশ ও সমুদ্রপথে দেশটির এই আগ্রাসন একটি বিশেষ সামরিক অভিযান। এ নিয়ে পুতিন কোনো প্রমাণ ছাড়াই দাবি করেছেন, ইউক্রেনকে ‘নাৎসিদের প্রভাবমুক্ত করা’ প্রয়োজন।

এছাড়া পুতিন আবার বলেছেন, ইউক্রনে হামলা পরিকল্পনা ও সময়সূচী মতো চলছে। পশ্চিমা প্রতিরক্ষা বিশেষজ্ঞরা যখন বলছেন, ইউক্রেনে রুশ আক্রমণ পুতিনের পরিকল্পনা মতো আগাচ্ছে না তখন তিনি এমন দাবি করে যাচ্ছেন।

ক্রেমলিনের বিবৃতি মতে, পুতিন বলেছেন তিনি আশা করেন ইউক্রেনীয় মধ্যস্থতাকারীরা আরও বেশি গঠনমূলক মনোভাব গ্রহণ করবেন।

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *