দিনাজপুরে সিবিও সদস্যদের  বার্ষিক মেলা-গেদারিং

জাতীয় নারী নারী অন্যান্য প্রচ্ছদ

শাহ্ আলম শাহী,দিনাজপুর থেকে:  নারীদের ক্ষমতায়নের সুযোগ সৃষ্টির দিনাজপুর সদর উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার সিবিও সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে উপজেলা ভিত্তিক বার্ষিক মেলা-গেদারিং।

আজ বুধবার সকাল সাড়ে ১১ টায় সদর উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রমিজ আলম।

অনুষ্ঠানে পল্লীশ্রী’র প্রোগ্রাম অফিসার শাহীন আক্তার এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ মামুন হাসান চৌধুরী, সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আসাদুজ্জামান, সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ রাজিউর রহমান, সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ হাদিউর রহমান।
পল্লীশ্রী’র প্রোগ্রাম অফিসার তাইবাতুন নাহার এর উপস্থাপনায় অংশগ্রহণকারী সিবিও সদস্যদের মধ্য থেকে বক্তব্য রাখেন ৭ নং উথরাইল এর নারী ক্লাবের আহ্বায়ক সখিনা বেগম, ৯ নং আস্করপুর সিবিও সভাপ্রধান রেহানা বানু, ৪ নং শেখপুরা নিশ্চিন্তপুর আদর্শ গ্রামের সভাপ্রধান শিউলি বেগম, দিনাজপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের গোবড়া পাড়া এলাকার সিবিও সভাপ্রধান লায়লা আক্তার। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন পল্লীশ্রী’র প্রোগ্রাম ফ্যাসিলেটেটোর কাম কাউন্সিলর কৃষ্ণা দাস।
শাহ্ আলম শাহী
দিনাজপুর।

আরো পড়ুন : দিনাজপুরে দম্পতি’র বিবাদের বলি  শিশু জাকারিয়া হোসেন

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *