দিনাজপুরে ৩৪২০৪৩ জন শিশু’কে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

প্রচ্ছদ শিশু অধিকার শিশু/কিশোর স্বাস্থ্য কথা

শাহ্ আলম শাহী, দিনাজপুর থেকে:’ভিটামিন ‘এ’ খাওয়ান শিশু মৃত্যুর ঝুঁকি কমান” -এই শ্লেগানকে সামনে রেখে দিনাজপুরে ৩ লক্ষ ৪২ হাজার ৮৩ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।।

আজ শনিবার (১৮ ফেব্রুয়ারী) জেলা সিভিল সার্জন অফিস এর আয়োজনে এবং জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় বাস্তবায়নে ২৫০ শয্যা বিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতাল মিলনায়তনে এ ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।

আগামী ২০ ফেব্রুয়ারি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৩ জেলায় প্রায় ৭ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে বলে ওরিয়েন্টেশন সভায় জানানো হয়।
দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ এএইচএম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী’র সভাপতিত্বে এবং সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় ওরিয়েন্টেশনে সভায় দিনাজপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাহ্ আলম শাহী, সাংবাদিক নুরুল হুদা দুলাল, সালাউদ্দীন আহম্মেদ, মোর্শেদুর রহমান মোর্শেদ, রেজাউল করিম রঞ্জু ও মোঃ আকরাম হোসেন বাবলু সহ অন্যরা বক্তব্য রাখেন।

সভায় সিনিয়র সাংবাদিক কামরুল হুদা হেলাল, শাহিন হোসেন,মোঃ মনসুর রহমান, রফিকুল ইসলাম ফুলাল, রেজাউল করিম, রিয়াজুল ইসলাম, এমদাদুল হক, আবু বক্কর সিদ্দিক, আনিসুর হক দুলাল, মোঃ ইউসুফ আলী, মুকুল চ্যাটার্জী, বিপুল সানি, কাশী কুমার দাস, খোকন কুমার দেব, জিন্নাত হোসেন, গৌরি শংকর রায়, মোফাস্সিরুল রাশেদ অন্যরা উপস্থিত ছিলেন।

দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ এএইচএম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী সাংবাদিকদের জানান আগামী ২০ ফেব্রুয়ারী (প্রথম রাউন্ড) দিনাজপুর জেলায় ৬-১১ মাস বয়সি শিশুর সংখ্যা ৩৬ হাজার ৭’শ ৪৬ জন এবং ১২-৫৯ বয়সী শিশুর সংখ্যা ৩ লক্ষ ৫ হাজার ৩’শ ৩৭ জন শিশু মোট ৩ লক্ষ ৪২ হাজার ৮৩ জন শিশুকে এবার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এই কর্মসূচী বাস্তবায়ন করতে স্থায়ী কেন্দ্র ১৩টি, অস্থায়ী কেন্দ্র ২৫৮৯টি, অতিরিক্ত কেন্দ্র (উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে) ১২টি, মোট ২ হাজার ৬’শ ১৪ টি কেন্দ্র করা হবে। এজন্য ৫ হাজার ৮’শ ৭৬ জন মাঠ কর্মী ও স্বেচ্চাসেবীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে সিভিল সার্জন ডা. এএইচএম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী বলেন, এ ধরনের কার্যক্রম বাস্তবায়ন করতে সাংবাদিকদের বিশাল ভূমিকা রয়েছে। আমার বিশ্বাস আপনারা আপনাদের নৈতিক দায়িত্ব ভেবে এই কর্মসূচী বাস্তবায়ন করতে প্রচার সহ সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবেন।
শাহ্ আলম শাহী
দিনাজপুর।

আরো পড়ুন : আজ ১৮ ফেব্রুয়ারি: আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *