রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ দুই দিনের সফরে ২৩ নভেম্বর ঢাকায় আসছেন। গতকাল শনিবার মস্কোর পক্ষ থেকে ঢাকাকে এই সফরের কথা নিশ্চিত করা হয়েছে।
ঢাকায় অনুষ্ঠেয় ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জোট ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন রাশিয়াসহ আইওআরএ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছেন। সেই আমন্ত্রণেই আসছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, রাশিয়া, ইরানসহ ১০টিরও বেশি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে সরাসরি যোগ দিতে পারেন।
রুশ পররাষ্ট্রমন্ত্রী আইওআরএ বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তিনি সাক্ষাত্ করবেন। এই প্রথম রাশিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন।
উল্লেখ্য, গত মাসে কাজাখস্তানের রাজধানী আস্তানায় সিকা শীর্ষ সম্মেলনের ফাঁকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সর্বশেষ বৈঠক হয় পররাষ্ট্রমন্ত্রী মোমেনের। সেখানেও লাভরভকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান তিনি।
আরো পড়ুন : ‘সরকার পতনে প্রয়োজনে কাফনের কাপড় নিয়ে রাস্তায় নামব।’