দেশে মোট দেশে ৩ লাখ ৩১ হাজার ১২৫টি মসজিদ আছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
বুধবার সংরক্ষিত নারী সংসদ সদস্য বেগম শামসুন নাহারের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।
ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, ‘করোনাভাইরাসের সময় প্রধানমন্ত্রী কর্তৃক কওমি মাদ্রাসা ও মসজিদের অনুকূলে আর্থিক অনুদান বিতরণের জন্য ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়ের মাধ্যমে তাৎক্ষণিকভাবে তথ্য সংগ্রহ করা হয়েছে।’
‘সে আলোকে সারা দেশে মসজিদের সংখ্যা ৩ লাখ ৩১ হাজার ১২৫টি এবং কওমি মাদ্রাসার সংখ্যা ১৩ হাজার ৯৬৭টি।’
আরো পড়ুন : যারা নির্বাচিত হলেন সিলেট সিটি কাউন্সিলর