নওগাঁর যত খবর

জাতীয় প্রচ্ছদ রাজনীতি শিক্ষা

রাণীনগরে ইউনিয়ন আ.লীগ ও ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত
নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক ও ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার দুপুরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে হাফেজ মো: জিয়াউর রহমান জিয়াকে কে সভাপতি এবং আবদুল আজিজ সরদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ইউনিয়ন আওয়ামী লীগ এবং তুহিন হোসেনকে সভাপতি ও শাহিন আলম সঞ্চয়কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ইউনিয়ন ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে। মিরাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্রী রনজিত সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন নওগাঁ-৬,(রাণীনগর-আত্রাই) আসনের এমপি আলহাজ¦ আনোয়ার হোসেন হেলাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন,নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ মোহাম্মদ আলী,প্রধান বক্তা রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবদুর রউফ দুলু,বিশেষ অতিথি হিসেবে নওগাঁ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসানুর আল মামুন উপস্থিত ছিলেন। এছাড়া রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদা পারভিন,আব্দুল বারেক মোল্লা,যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম হোসেন আকন্দ,সাংগঠনিক সম্পাদক জারজিস হাসান মিঠু,আত্রাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপন্দ্রেনাথ দত্ত দুলাল,সম্পাদক আক্কাস আলী,রাণীনগর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির জোসেন জয়,উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ,ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল আহম্মেদ আশিকসহ উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কমীরা উপস্থিত ছিলেন।

নওগাঁর মান্দায় শিক্ষকদের সমাবেশ
 
নওগাঁর মান্দায় এমপিওভূক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে নওগাঁর মান্দায় সমাবেশ, মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। আজ রোববার দুপুরে প্রসাদপুর বাজারের চৌরাস্তার মোড়ে সমাবেশ ও মানববন্ধনের পর ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান করা হয়। বাশিস মান্দা উপজেলা শাখা আয়োজিত এসব কর্মসূচিতে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন বাশিস মান্দা শাখার সভাপতি গোলাম সোরয়ার স্বপন। বাশিস মান্দা শাখার সাধারণ সম্পাদক অনুপ কুমার মহন্তের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন অধ্যক্ষ আবদুস সালাম, অধ্যক্ষ মোজাফফর হোসেন, অধ্যক্ষ আবদুল গফুর, প্রধান শিক্ষক আশিষ কুমার সাহা, প্রধান শিক্ষক নাসির উদ্দিন, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আতিকুর রহমান মিঠু, প্রধান শিক্ষক আবদুল লতিফ মৃধা সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক হোসনে আরা মুক্তি, সুপার মিজানুর রহমান প্রমুখ।
নওগাঁ প্রতিনিধিঃ-
মোঃ হাবিবুর রহমান

আরো পড়ুন : গোবিন্দগঞ্জের যত খবর

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *