নওগাঁয় ডিবি পুলিশ পরিচয়ে ক্রাইমকালে ২জন আটক

ক্রাইম নিউজ পুরুষ প্রচ্ছদ

নওগাঁ সংবাদদাতাঃ- নওগাঁর বদলগাছীতে ডিবি পুলিশ পরিচয়ে ক্রাইমকালে ২জনকে আটক করেছে থানা পুলিশ। গতকাল শনিবার সকাল ৯ টার সময় ডিবি পরিচয় দেওয়া ২ ব্যক্তিকে আটক করা হয় এবং তাদের সাথে থাকা আরেকজন পালিয়ে যায়। আটককৃতরা হলেন, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার দরগা পাড়া গ্রামের শুকুর আলীর ছেলে মনির উদ্দীন(৫২) ও মহাদেবপুর উপজেলার বামন সাতা গ্রামের মনজের আলীর ছেলে কামরুজামান (৪০)।

জানা যায়, সকাল ৭ টার সময় উপজেলার বালুভরা ইউপির কুশারমুড়ি গ্রামের ইউসুফ আলীর ছেলে হাজমত আলীর বাড়ীতে ৩ জন লোক যায়। সেখানে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বাড়ীর আসবাবপত্র ওলটপালট করে এবং হাজমত মাদক ব্যবসা করে বলে গ্রেফতারের ভয় দেখিয়ে টাকার দাবী করে। এসময় হাজমতের মা হাজেরা বেগম চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে আসলে একজন পালিয়ে যায়। অপর দুইজনকে পুলিশ আটক করে।

পুলিশ জানায়,আটককৃতদের কাছ থেকে পালসার একটি মোটরসাইকেল ( নওগাঁ-ল ১২-৮৬৪৯), নগদ ৫হাজার টাকা, এক সেট হ্যান্ডকাপ ও পুলিশ ব্যাবহৃত ওয়ারলেসসহ আটক করা হয়েছে।

বদলগাছী থানার ওসি (তদন্ত) মোঃ রায়হান হোসেন বলেন, এ বিষয়ে ৩ জনকে আসামী করে থানায় মামলা দায়ের হয়েছে।আটককৃত ২জনকে জেল হাজতে পাঠানো হয়েছে।
নওগাঁ সংবাদদাতাঃ-
মোঃ হাবিবুর রহমান

আরো পড়ুন : ভোলাহাটে জাতীয় ভিটামিন-এ ক্যাম্পেইন অবহিতকরণ সভা

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *