নবম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে দুই হাজার রান পার করল লিটন

খেলাধুলা পুরুষ প্রচ্ছদ বিনোদন

নবম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে দুই হাজার রান পূর্ণ করলেন লিটন দাস। আট বছরের ক্যারিয়ারে এই মাইলফলক গড়তে ডানহাতি এই ব্যাটারের খেলতে হয়েছে ৬৫ ইনিংস।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়মে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নামার আগে এই মাইলফলক স্পর্শ করতে লিটনের প্রয়োজন ছিল ৫৫ রান। ইনিংসের ২১তম ওভারের প্রথম বলে হামফ্রিসের শর্ট লেংথে বলকে ওয়াইড লং অফ দিয়ে ছক্কা হাঁকিয়ে অর্ধশতকের সঙ্গে সঙ্গে দুই হাজার রানের মাইলফলক পূর্ণ করেন তিনি।

এই মাইলফলক গড়তে তিনি খেলেছেন ৫৪ বল। আর ওয়ানডে ক্যারিয়ারে লিটনের এটি অষ্টম অর্ধশতক। লিটনের আগে বাংলাদেশের কেবল আট ব্যাটার দুই হাজার কিংবা তার বেশি রান করেছেন। নাজমুল হোসেন শান্তকে নিয়ে ১০১ রানের জুটি গড়েন তিনি।

এরপর কার্টিস ক্যাম্ফারের শর্ট লেংথের বলে ঘুরিয়ে খেলতে গিয়ে শর্ট মিডউইকেটে অ্যান্ডু ম্যাকব্রাইনের হাতে ধরা পড়েন তিনি। ৭১ বলে ৭০ রানের ইনিংসে হাঁকান তিনটি করে চার ও ছক্কা।

আরো পড়ুন : প্রতারণার মামলায় জয়যাত্রা টিভির চেয়ারম্যানসহ পাঁচজনের দুই বছর করে কারাদণ্ড

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *