নাট্যকার মোহন খান আর নেই

জাতীয় টেলিভিশন পুরুষ প্রচ্ছদ বিনোদন বিনোদন অন্যান্য

বিনোদন ডেস্ক : জনপ্রিয় নাট্যকার ও নাট্য পরিচালক মোহন খান আর নেই। মঙ্গলবার (৩০ মে) রাত ১১টা ৫০ মিনিটে মৃত্যুবরণ করেন তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ তথ্য নিশ্চিত করেছেন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর।

তিনি বলেন, অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মোহন খান। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মৃত্যু হয় তার।

জানা গেছে, বুধবার বাদ যোহর লালমাটিয়া জামে মসজিদ (বিবি মসজিদ) প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
১৯৮৮ সাল থেকে দেশের টেলিভিশন নাটক পরিচালনা ও রচনায় পরিচিতি মুখ মোহন খান। এটিএন বাংলায় অনুষ্ঠান বিভাগেও কাজ করেছেন তিনি।

তার পরিচালিত প্রথম নাটক ‘আমার দুধমা’ প্রচার হয় বিটিভিতে। এছাড়া ‘সমুদ্রে গাঙচিল’, ‘সেই আমরা’, ‘নীড়ের খোঁজে গাঙচিল’, ‘জেগে উঠো সমুদ্র’, ‘মেঘবালিকা’, ‘দূরের মানুষ’, ‘আঙ্গুর লতা’, ‘হৃদয়পুরের গল্প’সহ আরও অনেক নাটক নির্মাণ করেছেন মোহন খান।

আরো পড়ুন : আবুধাবিতে ফার্নিচারে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ গেল ‍বাংলাদেশি ৩ যুবকের

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *