নারীদের আইপিএলও রমরমা। প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া এই ফ্রাঞ্চাইজি লিগের অর্থমূল্য ৪৬৬৯ কোটি রুপিতে বিক্রি হয়েছে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ এক টুইটে এ তথ্য জানিয়েছেন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নারী ভার্সনের নাম দেওয়া হয়েছে ডব্লিউপিএল। মার্চ মাসে শুরু হবে এই ফ্রাঞ্চাইজি লিগ।
আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস নারীদের আইপিএলেও দল পেয়েছে। আর বাকি দু’টি দল পেয়েছে আদানি গ্রুপ ও কাপরি গ্লোবাল।
নারীদের এই লিগের মিডিয়া স্বত্বও বিক্রি হয়েছে প্রায় ৯৬০ কোটি রুপিতে।
সূত্র: বিবিসি
আরো পড়ুন : যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে ৭৫ সালের পর সে কথা তারা বলতেও ভীতসন্ত্রস্ত ছিল