কূটনৈতিক প্রতিবেদক: বাংলাদেশে নির্বাচনে অনিয়ম করলে ভিসা নিষেধাজ্ঞার হুমকি দিল যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে একথা জানানো হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মেথিউ মিলার ব্রিফিং করেন। বাংলাদেশের ওপর নতুন করে কোনো নিষেধাজ্ঞা আরোপ হয়নি।
এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি জে ব্লিংকেন এক টুইট বার্তায় বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা এগিয়ে নিতে আজ আমি নতুন ভিসানীতি ঘোষণা করছি। এ নীতির আওতায় বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থাকে যারা অবমূল্যায়ন করবে অথবা এর সঙ্গে যারা জড়িত থাকবে বা যারা দায়ি হবে, তাদের এবং তাদের পরিবারের সদস্যদের ওপর আমরা ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে পারি।’
আরো পড়ুন : মাছের পোনা চাষ করে স্বাবলম্বী হলেন দিনাজপুরের সাদেকা বানু