পদোন্নতি পেয়ে এবার ১৩১ জন অতিরিক্ত সচিব 

অর্থনীতি ওকে নিউজ স্পেশাল জাতীয় তথ্য-প্রযুক্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রচ্ছদ লাইফ স্টাইল সফলতার গল্প হ্যালোআড্ডা

নিজস্ব প্রতিবেদক : প্রশাসনে উপসচিব ও যুগ্মসচিব পদোন্নতির পর এবার অতিরিক্ত সচিব পদোন্নতি দিয়েছে সরকার। ১৩১ জন যুগ্মসচিবকে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি দিয়ে আজ রবিবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিগত সরকারের সময়ে যারা পদবঞ্চিত ছিলেন তারা ঐক্যবদ্ধভাবে পদোন্নতির জন্য নানা আন্দোলনের পরিপ্রেক্ষিতে ‘বঞ্চিত’ ১১৭ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয় গত ১৩ আগস্ট। এরপর ১৮ আগস্ট যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হয় ২০১ জন কর্মকর্তাকে।

২০ আগস্ট আরও ২২ কর্মকর্তাকে উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হয়। সব মিলিয়ে গত দুই সপ্তাহে ৩৪০ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। নবম ব্যাচ থেকে ১৮ ব্যাচ পর্যন্ত বঞ্চিত কর্মকর্তাদের মধ্য থেকে অতিরিক্ত সচিব করা হয়েছে।

আরো পড়ুন : বিডিআর বিদ্রোহে শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *