পাকিস্তানের করাচি শহরের পুলিশপ্রধানের কার্যালয়ে বন্দুকধারীদের হামলা

আন্তর্জাতিক ক্রাইম নিউজ প্রচ্ছদ

পাকিস্তানের করাচি শহরের পুলিশপ্রধানের কার্যালয়ে বন্দুকধারীদের হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ওই হামলা চালানো হয়। ওই কার্যালয়ে অভিযান চালাচ্ছেন পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এদিকে হামলার দায় স্বীকার করেছে দেশটির সশস্ত্রগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। খবর ডনের

হামলার বিষয়ে পাকিস্তানের সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ বলেন, পুলিশপ্রধানের কার্যালয়টি একটি পাঁচতলা ভবনে অবস্থিত। এরই মধ্যে তিনতলা নিয়ন্ত্রণে নিয়েছে নিরাপত্তা বাহিনী। ভবনের বাকি দুইতলা ও ছাদ এখনো বাকি আছে। হামলার ঘটনায় কতজন হতাহত হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজকে মুরাদ আলী শাহ বলেন, বন্দুকধারীরা সন্ধ্যা ৭টা ১০ মিনিটে হামলা চালায়। তবে পুলিশপ্রধান করাচিতে ছিলেন না। এখন পর্যন্ত দুজন বন্দুকধারীকে হত্যা করা হয়েছে বলে তাঁর কাছে খবর এসেছে। হামলাকারীদের ঠেকাতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয় করে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

হামলার পর সিন্ধু সরকারের মুখপাত্র মুর্তজা ওয়াহাব জানিয়েছেন, পুলিশপ্রধানের কার্যালয়–সংলগ্ন শারিয়া ফয়সাল সড়কের একাংশ যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

এদিকে করাচি পুলিশপ্রধানের কার্যালয়ের পাশে অবস্থিত সাদ্দার থানা এক বিবৃতি দিয়ে জানিয়েছে, শুক্রবার তাদের ওপরও হামলা চালানো হয়েছে। ওই হামলাকারী কারা, তা এখনো জানা যায়নি। সব জায়গায় গোলাগুলি চলছে।

আরো পড়ুন : ভবিষ্যত প্রজন্মের জ্ঞান অর্জনে গোমস্তাপুরে কবি সাহিত্যিক চর্চা অনুষ্ঠিত

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *