পিএমপি কাজের উদ্বোধন করল ভোলাহাট-রহনপুর সড়কে

অর্থনীতি জনপ্রতিনিধি জাতীয় প্রচ্ছদ


ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ, প্রতিনিধিঃ রহনপুর-ভোলাহাট-বিডিআর ক্যাম্প(জেড-৬৮০৫) সড়কের ২০২১-২২ অর্থ বছরের পিএমপি(মেজর) কাজের উদ্বোধন করা হয়েছে। ভোলাহাট উপজেলার আম ফাউন্ডেশনের পাশে ৯ ফের্রুয়ারি বুধবার বেলা ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ৩৩৮-সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী(এম.পি)। সড়ক ও জনপথ অধিদপ্তরের বাস্তবায়নে পিএমপি কাজের উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি মুহঃ জিয়াউর রহমান, ভোলাহাট উপেিজলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার(অঃদাঃ) মোঃ মিজানুর রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গরিবুল্লাহ দবির, নবনির্বাচিত ইইনয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইয়াসির আলী শাহ, জেলঅ আওয়ামীলেিগর সহসভাপতি মোঃ আব্দুল খালেকসহ অন্যরা। এর পূর্বে ভোলাহাট উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এমপি জেসী উপজেলার বীর মুক্তিযোদ্ধাদোর সাথে সৌজন্য স্বাক্ষাত করেন।
গোলাম কবির- ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *