পুড়িয়ে দেওয়া হলো পাখি শিকারের ৮শ হাত জাল, পাখি অবমুক্ত

জাতীয় প্রচ্ছদ বিনোদন লাইফ স্টাইল হ্যালোআড্ডা

নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গার শ্বাসরুদ্ধকর অভিযান শেষে সোমবার রাতে সাড়ে ৭টার দিকে প্রায় ২০ হাজার টাকা মূল্যের ৮শ হাত পাখি শিকারের জাল উদ্ধার ও বেশ কিছু পাখি অবমুক্ত করেছে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন-বিবিসিএফ’র একটি টিম।

উপজেলার মাধনগরের সারভিটা এলাকায় অভিযানকালে পাখি শিকারীরা পালিয়ে যায় এবং স্থানীয়দের সহযোগিতায় পাখি শিকারের জন্য ব্যবহৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয় ও বক-শালিক পাখি অবমুক্ত করা হয়।

বিবিসিএফ এর কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও সবুজ বাংলার সাধারন সম্পাদক ফজলে রাব্বী বলেন, নাটোরের বিভিন্ন এলাকার কতিপয় পাখি শিকারীরা প্রচুর পাখি হত্যা করে বাড়িতে নিয়ে গিয়ে চলে ভুড়িভোজ। তারা অভিনব কায়দায় হাজার হাজার পাখি শিকার করে বিভিন্ন বাজারে বিক্রি করে। অভিযানে কড়া নজরদাড়ি ও শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে জালগুলো উদ্ধার করে ধ্বংস করা হয়েছে এবং বক-শালিক পাখি অবমুক্ত করা হয়।

উল্লেখ্য, বন্যপ্রানী সংরক্ষণে বাংলাদেশ সরকার বন্যপ্রাণী( সংরক্ষণ ও নিরাপত্তা)আইন- ২০১২ অনুযায়ী-পাখি শিকার, হত্যা, আটক ও ক্রয়-বিক্রয় করলে কারাদন্ড ও জরিমানার বিধান রয়েছে।

ফজলে রাব্বী-নলডাঙ্গা, নাটোর।

আরো পড়ুন : নানা শঙ্কা নিয়ে গাজীপুর সিটি নির্বাচন, আজমত উল্লা খানের মূল প্রতিদ্বন্দ্বী জায়েদা খাতুন

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *