শাহ্ আলম শাহী,দিনাজপুর থেকেঃ দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো.জয়নুল আবেদীন বলেছেন,“দেশের উন্নয়ন বাস্তবায়ন,প্রকৃতি’কে সুস্থভাবে ধারণ ও মানবতার সেবায় নিরব ভাবে কাজ করে যাচ্ছে,চ্যানেল আই’য়ের প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের স্বাস্থ্য সেবা কেন্দ্র।মানুষের উন্নয়ন ও মনন বিকাশের কাজ করে যাওয়ার পাশিপাশি দুঃস্থ-অসহায় দরিদ্রদেরও সহায়তা করছে এই প্রতিষ্ঠান। চ্যানেল আই’য়ের প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের স্বাস্থ্য সেবা কেন্দ্র যেভাবে কাজ করছে,তেমনিভাবে ধনি ও ধনার্ঢ্য ব্যক্তিদেরকেও যথাসাধ্য এগিয়ে আসা প্রয়োজন। তবেই দেশ এগিয়ে যাবে। অনেকের দুঃখ-দূর্দশা লাঘব হবে।
চ্যানেল আই’য়ের প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন স্বাস্থ্য সেবা কেন্দ্রের সহায়তায় আজ বৃহস্পতিবার সকালে দিনাজপুরের ঐতিহ্যবাহী চাউলিয়াপট্রি-পাহাড়পুর মিলনালয় সমিতি,দিগন্ত শিল্পী গোষ্ঠী ও হামিদুর রহমান পাঠাগার চত্বরে অসহায়-দরিদ্র-দুঃস্থ-শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমার চ্যানেল আই দর্শক ফোরাম-দিনাজপুরের সভাপতি সহিদুর রহমান পাটোয়ারী মোহনের সভাপতিত্বে এবং চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহী’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন,কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন,শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এম.খালেকুজ্জামান রাজু ও ২নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুজ্জামান বাবু।
অনুষ্ঠানে আমার চ্যানেল আই দর্শক ফোরাম-দিনাজপুরের যুগ্ম-সাধারণ সম্পাদক মিনারুল ইসলাম মিনার,সদস্য আজাহার আলী, সংগীতশিল্পী আব্দুর রাজ্জাক, সাংবাদিক বাবু আহমেদ বাব্বা,যুব নেতা জুয়েল রানা,মো জুয়েল ইসলাম, শাহজাহান আলী,মো.রানা,চ্যানেল আইয়ের ক্যামেরা পার্সন আরমান হোসেন,সংবাদকর্মী রুবেলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
হিমালয়ের পাদদেশে অবস্থিত দিনাজপুর জেলায় জেঁকে বসা শীতের শুরু থেকেই চ্যানেল আই’য়ের প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন স্বাস্থ্য সেবা কেন্দ্র অসহায়-দরিদ্র-দুঃস্থ-শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করে আসছে।
করোনা সংক্রমন বিস্তাররোধ কল্পে কম্বল বিতরণের আগে আগতদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
পর্যায়ক্রমে দুইমাসব্যাপী বিতরণকৃত শীতবস্ত্র কম্বল পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন,শীতার্ত মানুষ।
প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন স্বাস্থ্য সেবা কেন্দ্রের সহায়তায় দরিদ্র-অসহায় দুঃস্থ-শীতার্তদের মাঝে শুধু কম্বল বিতরণ নয়,বিভিন্ন উৎসব এবং করোরা পরিস্থিতিতে খাদ্য সহায়তা ও স্বাস্থ্যসেবা দিয়ে আসছে,এ জেলায়। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন,আয়োজকরা।
শাহ্ আলম শাহী, দিনাজপুর থেকে।