প্রকৌশলী ইনামুল হককে লাঞ্ছনার ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেবে পুলিশ

ক্রাইম নিউজ প্রচ্ছদ রাজনীতি হ্যালোআড্ডা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহবাগে প্রকৌশলী ম ইনামুল হককে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে এখনো ব্যবস্থা নেয়নি পুলিশ। তবে পুলিশ বলছে, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ গতকাল সোমবার বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

গত শনিবার বিকেল পাঁচটার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে দলীয় প্রচারপত্র বিলি করছিলেন সর্বজন বিপ্লবী দলের আহ্বায়ক ইনামুল হক। এ সময় তাঁকে প্রকাশ্যে থাপ্পড় মারেন এক ব্যক্তি। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

গতকাল লাঞ্ছনাকারীর পরিচয় পাওয়া যায়। তাঁর নাম বানি আমিন। তিনি মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি। বানি আমিন এর আগে কাজীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন। ওই দিন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলনে এসেছিলেন তিনি। বানি আমিন গতকাল ইনামুল হককে লাঞ্ছিত করার কথা স্বীকার করেছেন। বলেছেন, বিষয়টি নিয়ে তিনি এখন লজ্জিত।

ইনামুল হক নদী গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক। এ ছাড়া হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর এবং পানিসম্পদ পরিকল্পনা সংস্থায় মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন তিনি। তাঁকে লাঞ্ছিত করার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক ও মানবাধিকার সংগঠন। হামলাকারীর গ্রেপ্তার ও বিচার দাবি করেছে তারা।

আরো পড়ুন : ক্ষমতাসীন দল আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মাশরাফি বিন মুর্তজা

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *