প্রথমবার ভারতকে অস্কার এনে দেওয়া রে স্টিভেনসন মারা গেলেন

পুরুষ প্রচ্ছদ বলিউড বিনোদন সিনেমা হ্যালোআড্ডা

প্রথমবার ভারতকে অস্কার এনে দেওয়া সিনেমা ‘আরআরআর’-এ দিল্লির গভর্নর চরিত্রে (খলচরিত্র) অভিনয় করা মার্কিন অভিনেতা রে স্টিভেনসন মারা গেছেন।

২১ এপ্রিল রাতে তিনি মারা যান বলে মার্কিন গণমাধ্যম খবর দিয়েছে। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল মাত্র ৫৮ বছর। তবে কিভাবে স্টিভেনসনের মৃত্যু হয়েছে সেটা এখনো স্পষ্ট নয়।

তার প্রতিনিধিরা দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে শুধু জানিয়েছেন, তিনি গত রোববার মারা গিয়েছেন। স্টিভেনসন ১৯৬৪ সালে উত্তর আয়ারল্যান্ডের লিসবর্নে জন্মগ্রহণ করেন।

ব্রিস্টল ওল্ড ভিক থিয়েটার স্কুলে লেখাপড়া এবং ব্রিটিশ টেলিভিশনে কাজ করার পর, ১৯৯৮ সালে হলিউডের ‘দ্য থিওরি অফ ফ্লাইট’সিনেমার মাধ্যমে হলিউডে অভিষেক ঘটে তার। ‘থর’ সিনেমায় একজন অ্যাসগার্ডিয়ান যোদ্ধা হিসেবে কাজ করেছেন স্টিভেনসন। এইচবিও-এর ‘রোম’সিনেমায়ও ছিলেন তিনি।

এছাড়া আরও কিছু হলিউড সিনেমায় তাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে।

আরো পড়ুন : পার্থক্য নিয়ে নয়, অভিনয় নিয়েই ভাবতে চাই: মোশাররফ করিম

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *