প্রথম ম্যাচই যে বিশ্বকাপে শেষ ম্যাচ হয়ে দাঁড়াবে এটা নিজেও ভাবিনি: অশ্বিন

আন্তর্জাতিক খেলাধুলা তথ্য-প্রযুক্তি পুরুষ প্রচ্ছদ বিনোদন মুক্তমত হ্যালোআড্ডা

হঠাৎ করেই বিশ্বকাপের দরজা খুলে গিয়েছিল তার জন্য। অক্ষর প্যাটেলের চোট না সারায় শেষ মুহূর্তে রবিচন্দ্রন অশ্বিন ঢুকে যান বিশ্বকাপের স্কোয়াডে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে নেমে একটি উইকেটও দখল করেছিলেন ভারতের এই তারকা অফস্পিনার।

তবে প্রথম ম্যাচই যে তার শেষ ম্যাচ হয়ে দাঁড়াবে বিশ্বকাপে, এটা তিনি নিজেও ভাবেননি। বাকি ম্যাচগুলোয় সুযোগ না পাওয়ায় বিস্মিত হয়েছেন অশ্বিন।
বিশ্বকাপের পর টুর্নামেন্টের বিশ্লেষণ করে নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। সেখানে অশ্বিন বলেন, আমি কোনো দিন ভাবিনি চেন্নাইয়ে একটা ম্যাচ খেলেই আমার বিশ্বকাপ শেষ হয়ে যাবে। আমি ভালো বল করছিলাম। কিন্তু তার পরেও খেলতে না পারায় হতাশ লাগছে।

তিনি জানান, কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মার পরিকল্পনায় তিনি ছিলেন। ধর্মশালায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলার কথা ছিল তার। কিন্তু একজনের জন্য সেটা হয়নি।

অশ্বিন বলেন, ধর্মশালায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে দলে ফিরতেই পারতাম। কিন্তু তার আগের ম্যাচেই হার্দিক পান্ডিয়া চোট পেয়ে গেল। তার বিকল্প কোনো অলরাউন্ডার দলে ছিল না। তাই বাধ্য হয়ে সূর্য ও শামিকে খেলাতে হলো। সেই কারণে আমি আর সুযোগ পেলাম না। হার্দিক চোট না পেলে আমি আরও কয়েকটা ম্যাচ খেলতে পারতাম।

আরো পড়ুন : র‌্যাবের হাতে গ্রেফতার হলো ঢাকা চট্টগ্রাম কুষ্টিয়া বিএনপির ৩ নেতা

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *