প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বরিশালে ব্যাপক প্রস্তুতি

ওকে নিউজ স্পেশাল জনপ্রতিনিধি জাতীয় নারী নির্বাচন প্রচ্ছদ বিনোদন ভ্রমণ মুক্তমত রাজনীতি হ্যালোআড্ডা

বরিশাল ব্যুরো : ২৯ ডিসেম্বর বরিশালে আসছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগমন ও জনসভাকে কেন্দ্র করে চলছে ব্যাপক প্রস্তুতি। এ উপলক্ষ্যে জেলা আওয়ামী লীগ নেতারা বরিশাল মহানগরসহ বিভিন্ন উপজেলা থেকে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছেন। পাশাপাশি প্রচার-প্রচারণা চালাচ্ছেন। দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে।

প্রধানমন্ত্রীর সফর কমিটির মুখপাত্র হিসাবে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন বলেছেন, দক্ষিণাঞ্চল বাংলাদেশের উন্নয়নের রোল মডেল। পদ্মা সেতু পায়রা বন্দর থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন এনেছেন বঙ্গবন্ধুকন্যা। তার জনসভায় কমপক্ষে ১০ লাখ লোকসমাগমের প্রস্তুতি নিয়ে মাঠ প্রস্তুত করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সফর কমিটির প্রধান সমন্বয়ক জেলা আওয়ামী লীগের সভাপতি এমপি আবুল হাসানাত আব্দুল্লাহ, সমন্বয়ক বরিশাল সিটি করপোরশেনের মেয়র খোকন সেরনিয়াবাত আব্দুল্লাহ, পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল জাহিদ ফারুক শামিম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বলরাম পোদ্দারসহ অনেকে।

সভাস্থলকে জনসমুদ্রে পরিণত করার লক্ষে ইতোমধ্যে নগরের বান্দরোডের বঙ্গবন্ধু উদ্যানকে সাজানো গোছানোর কাজ চলছে। চলছে প্রতিটি পাড়া-মহল্লায় মাইকিং। নগরের প্রতিটি পয়েন্টকে সাজানো হয়েছে। করা হয়েছে রাস্তা মেরামত, লাগানো হয়েছে রাস্তার মধ্যখানে বিভিন্ন ধরনের লাইট। জোরদার করা হয়েছে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা। নগরী ছেয়ে গেছে নেতাকর্মীদের তোরণ, ফেস্টুন আর ব্যানারে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে নগরজুড়ে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

আরো পড়ুন : ২৮ ডিসেম্বর ২০২৩, বৃহস্পতিবার নামাজের সময়সূচি

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *