প্রধানমন্ত্রীর পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিশেষ দূত হলেন সাবের হোসেন

জনপ্রতিনিধি পুরুষ প্রচ্ছদ রাজনীতি লাইফ স্টাইল সফলতার গল্প

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিশেষ দূত (স্পেশাল এনভয় টু দ্য অনারেবল প্রাইম মিনিস্টার ফর ক্লাইমেট চেঞ্জ) হয়েছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।

সোমবার তাকে এ নিয়োগ দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। অবৈতনিক দায়িত্ব হিসেবে তিনি কোনো বেতন-ভাতা পাবেন না বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

সাবের হোসেন বর্তমানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বেও রয়েছেন।

তিনি এর আগে আওয়ামী লীগের ১৯৯৬ থেকে ২০০১ মেয়াদকালে নৌপরিবহন এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ওই সময়কালে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ছিলেন। এর আগে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বেও ছিলেন তিনি।

ব্যবসায়ী থেকে রাজনীতিতে নাম লেখানো সাবের হোসেন ২০১৪ সালের ১৬ অক্টোবর ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ২৮তম প্রেসিডেন্ট নির্বাচিত হন।

আরো পড়ুন : ভোলাহাটে ভুটভুটি উল্টে আহত ৮

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *