প্রবাসী পুত্রের ফেসবুকে লেখার কারণে গ্রেপ্তার মাকে জামিন দিলনা আদালত

আইন-আদালত তথ্য-প্রযুক্তি নারী নারী নির্যাতন প্রচ্ছদ হ্যালোআড্ডা

স্টাফ রিপোর্টার: আমেরিকায় পিএইচডি গবেষক পুত্রের ফেসবুক স্ট্যাটাসের জেরে খুলনায় আটক মায়ের জামিন দেয়নি আদালত। মঙ্গলবার খুলনা সিএমএম তরিকুল ইসলামের আদালত জামিন নামঞ্জুর করেন। এরপর তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।

এ বিষয়ে মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনার সমন্বয়কারী এডভোকেট মোমিনুল ইসলাম বলেন, আমেরিকা প্রবাসী পুত্রের ফেসবুকে লেখার কারণে তার মাকে গ্রেপ্তার করা হয়েছে, যা খুবই দুঃখজনক। পৃথিবীর কোনো সভ্যদেশে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটতে পারে না। আইনের শাসন না থাকায় সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে। আমারা আশা করছি, অবিলম্বে তাকে মুক্তি দেয়া হবে।

শিক্ষাবিদ অধ্যক্ষ মাজহারুল হান্নান বলেন, প্রবাসী গবেষক পুত্রের ফেসবুকে স্ট্যাটাসের কারণে মাকে কারাগারে যেতে হবে, এটা কোনোভাবে মেনে নিতে পারছি না। মানুষের কথা বলার অধিকার কেড়ে নেয়া হচ্ছে। এসব ঘটনার কারণে রাষ্ট্রের ভাবমূর্তি আন্তর্জাতিক বিশ্বে নষ্ট হচ্ছে। দেশের স্বার্থে এসব অনিয়মের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।

তানজিলুর রহমানের পিতা আলমগীর শিকদার বলেন, আমার স্ত্রী আনিছা সিদ্দিকার গ্রেপ্তারের পর থেকে আমাদের পুরো পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। বাসার আশেপাশে অপরিচিত লোকের আনাগোনা দেখছি।

মামলার তদন্ত কর্মকর্তা খালিশপুর থানার এস আই রাকিব হাসান বলেন, আনিছা সিদ্দিকাসহ গ্রেপ্তারকৃতদের ব্যাপারে তদন্ত চলছে।

তাদের কোনো রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়নি।
উল্লেখ্য, জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদি’র মৃত্যুর পরে গত ১৭ই আগস্ট আমেরিকার মিশিগান স্টেট ইউনিভার্সিটির ম্যাটেরিয়াল সাইন্সের উপর পিএইচডি গবেষক তানজিলুর রহমানের ‘Tanzil D Metallist’ নামে ফেসবুক পেজে এক স্ট্যাটাসের জের ধরে মা আনিছা সিদ্দিকাকে খুলনার খালিশপুর থানার বয়রা হাজী ফয়েজ উদ্দীন সড়কের বাড়ি থেকে ২০শে আগস্ট আটক করে পুলিশ।

আরো পড়ুন : মানসিক ভারসাম্য হারিয়ে দেশে ফিরলেন মিজানুর, মায়ের মুখে হাসি নেই

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *