ফিলিস্তিনের জন্য ১৯৪৮ সাল ছিল প্রথম নাকবা আর ২০২৩ হল দ্বিতীয় মহাবিপর্যয়

আন্তর্জাতিক ইতিহাস-ঐতিহ্য ক্রাইম নিউজ জনদুর্ভোগ তথ্য-প্রযুক্তি ধর্ম প্রচ্ছদ মুক্তমত রাজনীতি হ্যালোআড্ডা

চট্টগ্রাম ব্যুরো ও রাউজান প্রতিনিধি : ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে চট্টগ্রামের রাউজানে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। শুক্রবার এ আয়োজন করেন চট্টগ্রাম-৬ আসনের সংসদ-সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর ছেলে ফারাজ করিম চৌধুরী। এতে অংশ নেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান। সমাবেশে হাজারো মানুষ উপস্থিত হন।

রাষ্ট্রদূত রামাদান বলেন, ১৯৪৮ সাল ছিল ফিলিস্তিনের জন্য প্রথম নাকবা বা মহাবিপর্যয়। ২০২৩ আমাদের জন্য দ্বিতীয় নাকবা হয়ে এসেছে। সারা বিশ্ব দেখছে কীভাবে নিরপরাধ নারী-শিশুদের ওপর ইসরাইল হামলে পড়ছে। এই যুদ্ধ মানবতার বিরুদ্ধে ইসরাইল ও জায়নবাদের যুদ্ধ।

ফারাজ করিম বলেন, ফিলিস্তিনের আগ্রাসন অনতিবিলম্বে বন্ধ করতে হবে। বিশ্বে যারা মানবতার কথা শেখায় তারা আজ মানবতা হরণ করছে। আমরা তাদের ধিক্কার জানাই।

সমাবেশে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি, রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার চৌধুরী বাবুল, ফারহান করিম চৌধুরী, ফজলে সহিদ চৌধুরী, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।

আরো পড়ুন : চলতি বছরে ৩৫ হাজারেরও বেশি অভিবাসীকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *