বঙ্গোপসাগর থেকে আটটি ট্রলারসহ ১৩৫ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী

আন্তর্জাতিক ক্রাইম নিউজ জাতীয় পুরুষ প্রচ্ছদ প্রবাস লাইফ স্টাইল হ্যালোআড্ডা

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি: বঙ্গোপসাগর থেকে আটটি ট্রলারসহ ১৩৫ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় সোমবার রাত ১০টার দিকে গভীর সমুদ্র টহলরত নৌবাহিনী তাদেরকে আটক করে। আটককৃতদেরকে জব্দকৃত ট্রলারসহ মোংলা থানা পুলিশে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। এছাড়া ট্রলারে থাকা মাছ মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ওপেন নিলামে বিক্রির প্রস্তুতিও চলছে।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, আটটি ট্রলার ও ১৩৫ জন ভারতীয় জেলে আটক হয়েছে। তার মধ্যে প্রথম দফায় ৬৭ জন জেলে ও ৪টি ট্রলার মঙ্গলবার রাতে আর বাকী ট্রলার ও জেলেদের বুধবার থানায় হস্তান্তর করবে নৌবাহিনী। দুই দফায় থানায় হস্তান্তরকৃতদের বিরুদ্ধে সমুদ্রসীমা লঙ্ঘন আইনে পৃথক মামলা দায়েরের পর বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানিয়েছেন ওসি মনিরুল ইসলাম।

মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, ৮টি ট্রলারের সমুদয় মাছ নিলামে বিক্রি করে অর্থ রাজস্ব খাতে জমা দেওয়া হবে। মোংলার দিগরাজ নৌ ঘাঁটিতে আনা ট্রলার ও জেলেদেরকে রাত ৮টার পরে পুলিশ এবং মৎস্য দপ্তরে হস্তান্তর করবে নৌবাহিনী।

আরো পড়ুন : করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ৯টি নির্দেশনা

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *