বর্ধিত উৎসে কর প্রত্যাহারের দাবীতে বন্দর সাব-রেজিষ্ট্রি অফিসে দলিল লেখকদের কলম বিরতি

অর্থনীতি ওকে নিউজ স্পেশাল জনদুর্ভোগ জাতীয় তথ্য-প্রযুক্তি প্রচ্ছদ লাইফ স্টাইল হ্যালোআড্ডা

নারায়ণগঞ্জ বন্দরে ভুমি রেজিষ্ট্রেশন করতে আরোপিত বর্ধিত উৎসে কর ও জাতীয় রাজস্ব বোর্ডের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সমাবেশ করেছে দলিল লেখক সমিতি।এসময় কলম বিরতি সহ বিভিন্ন কর্মসুচি ঘোষণা করা হয়েছে ।একইসাথে দাবী আদায় না হওয়া পর্যন্ত সকল প্রকার দলিল সম্পাদনের কার্যক্রম বন্ধ রাখা সহ আরও কঠোর কর্মসুচি পালনের হুশিয়ারি দেন নেতৃবৃন্দ।এসময় বিভিন্ন স্লোগান দিয়ে এনবিআরের প্রজ্ঞাপনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।

৯ অক্টোবর (সোমবার) বেলা ১১ টায় বন্দর ফায়ার সার্ভিস সংলগ্ন সাব- রেজিষ্ট্রি অফিসের নিচতলায় সমিতির কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দলিল লেখক সমিতির সভাপতি হুমায়ুন কবির মৃধার সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক এড. সালাউদ্দিন মিলনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এড.মাজহারুল আলম পাভেল খান,সিনিয়র সহ সভাপতি আব্দুল আজিজ দেওয়ান,সাবেক সভাপতি মনির হোসেন প্রধান,উপদেষ্টা করিম দেওয়ান,সিনিয়র দলিল লেখক আবুল হোসেন সরকার, সালাউদ্দিন দেওয়ান,দবির হোসেন,সাহাদুল্লাহ মুকুল প্রমুখ। অন্যান্যদের মধ্যে দলিল লেখক সাদেকুর রহমান,এসএম তানসেন,মাহামুদুল হাসান,মাসুদ কায়সায়,আব্দুল মান্নান,আলমগীর মিয়া,রহিম সরকার,শফিউল আলম সাইদ,মাহফুজুল আলম জাহিদ সহ ৮০ জন দলিল লেখক উপস্থিত ছিলেন।

অনতিবিলম্বে অযৌক্তিক ভাবে আরোপিত উৎসে কর প্রত্যাহারের দাবী জানিয়ে বক্তারা বলেন, ভুমি রেজিষ্ট্রেশন করতে আরোপিত উৎসে করের নামে প্রজ্ঞাপন দিয়ে জনসাধারণের ওপর জোরপূর্বক অর্থনৈতিক করের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে।যার ফলে দলিল রেজিষ্ট্রেশন কমতে শুরু করেছে।একইসাথে মোটা অংকের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার।এ অবস্থা চলতে থাকলে পরিবার সহ চরম বেকায়দায় পড়বে বহু দলিল লেখক।অপরদিকে বিপুল পরিমাণ রাজস্ব হারাবে সরকার।তাই,জনস্বার্থে সার্বিক বিবেচনায় অতিদ্রুত আরোপিত উৎসে কর ও এনবিআরের জারীকৃত প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবী করা হয়।

সভাপতির বক্তব্যে হুমায়ুন কবির মৃধা বলেন, আমাদের আন্দোলন সরকারের বিরুদ্ধে না।অযৌক্তিক ভাবে চাপিয়ে দেওয়া কর প্রত্যাহার না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ী আন্দোলন চলবে।

এ বিষয়ে জানতে চাইলে বন্দর সাব- রেজিস্ট্রার কাউছার আহম্মেদ বলেন, উৎসে কর বৃদ্ধির প্রতিবাদে দলিল লেখক সমিতির সদস্যরা প্রতিবাদ সভা করেছেন।তবে সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী ও আইন মেনেই আমাদের রেজিষ্ট্রেশন কাজ করতে হয়।

আরো রপড়ুন : ডিজিটালি অন্তর্ভুক্তির সময়সীমা বৃদ্ধি পেল ঢাকায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের তথ্য

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *