বাংলাদেশের ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্নে রহস্য রাখলেন সাকিব

আন্তর্জাতিক খেলাধুলা পুরুষ প্রচ্ছদ বিনোদন হ্যালোআড্ডা

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপ মিশন শুরু করবে বাংলাদেশ। বৃহস্পতিবার (৩১ আগস্ট) লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এই ম্যাচে বাংলাদেশের ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্নে রহস্য রেখেছেন অধিনায়ক সাকিব আল হাসান।

আজ (বুধবার) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের ব্যাটিং পজিশনটা কেমন হবে, এমন প্রশ্নে সাকিব বলেন, ‘এখন আসলে যদি পরিকল্পনা থাকে সেটা আপনাকে বলতে পারব না। এই হচ্ছে কথা। অবশ্য আমাদের কিছু পরিকল্পনা আছে, আমাদের ব্যাকআপ ক্রিকেটার যারা আছে তাদেরকে দেখার একটি সুযোগ। নতুন যারা আসবে তাদের জন্য ভালো কিছু করার একটা সুযোগ থাকবে।’

শক্তির বিচারে বাংলাদেশ-শ্রীলঙ্কা একই উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমার মনে হয় দুই দলই একই অবস্থায় আছে। যারা মাঠে ভালো খেলবে তারা জিতবে। দুই দলেরই শক্তি, দুর্বলতা একইরকম। তাই দুই দলের জন্যই সমান সুযোগ আসলে।’

আরো প ড়ুন : আফ্রিকার আরেক দেশ গ্যাবনের রাষ্ট্রক্ষমতা দখল করলো সামরিক বাহিনী

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *