বাংলাদেশ কাবাডিতে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন

আন্তর্জাতিক খেলাধুলা পুরুষ প্রচ্ছদ বিনোদন হ্যালোআড্ডা

ঘরের মাঠে আন্তর্জাতিক শিরোপা জেতার আনন্দ আলাদা। আর সেটা যদি হয়, টানা তিনবার, তাহলে তো সেটার মাহাত্ম্যই ভিন্ন। আজ মঙ্গলবার সেই দৃষ্টান্তই স্থাপন করল। বাংলাদেশ জাতীয় কাবাডি দল।

বঙ্গবন্ধু কাপ ২০২৩ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ঢাকার পল্টনের শহীদ নুর হোসেন ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে চাইনিজ তাইপেকে তিনটি লোনাসহ ৪২-২৮ পয়েন্টে হারায় তারা। প্রথমার্ধে ২০-১৪ পয়েন্টে লাল-সবুজের প্রতিনিধিরা।

টুর্নামেন্টের বেস্ট ক্যাচার ও ম্যান অব দ্য ফাইনাল হন বাংলাদেশ দলের অধিনায়ক তুহিন তরফদার। এ ছাড়া ম্যান অব দ্য টুর্নামেন্ট ও বেস্ট রেইডারের পুরস্কার জেতেন একই দলের মিজানুর রহমান।

এর আগে ২০২১ এবং ২০২২ সালেও শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেবার ফাইনালে স্বাগতিকদের প্রতিপক্ষ ছিল কেনিয়া। ওই দুই আসরে কেনিয়াকে যথাক্রমে ৩৪-২৮ এবং ৩৪-৩১ পয়েন্টে হারিয়েছিল লাল-সবুজ বাহিনী। তৃতীয় আসরের ফাইনালে ওঠার সময়ই বিশ্বকাপ কাবাডিতে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ।

আরো পড়ুন : যুদ্ধ বন্ধে বিশ্ব সম্প্রদায়ের জোরালো পদক্ষেপ নেওয়া প্রয়োজন

 

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *