‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ এর পঞ্চম বছরের প্রথম অডিশন আগামী ২০ জানুয়ারি শুক্রবার ২০২৩ বরিশালে অনুষ্ঠিত হবে। শহরের বরিশাল সরকারী মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ওইদিন সকাল ৯টা থেকে শুরু হবে এই অডিশন নেওয়ার কার্যক্রম। এ বিভাগের জন্য এরই মধ্যে প্রায় সাড়ে ৭ হাজার শিক্ষার্থী রেজিষ্টেশন করেছেন। অডিশন কার্যক্রম শেষে এ বিভাগ থেকে সেরা ১০ জন শিক্ষার্থীকে ঢাকায় মূল অডিশনের জন্য অর্থ্যাৎ ‘জাতীয় রাউন্ড’ এ অংশগ্রহণের জন্য আনা হবে। পর্যায়ক্রমে দেশের সকল বিভাগে এ অডিশন কার্যক্রম অনুষ্ঠিত হবে। সারাদেশের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতায় বাংলা ভাষা ও সংস্কৃতি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বিচারকমণ্ডলী পুরো প্রক্রিয়ার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থাকবেন। প্রধান বিচারক হিসেবে এবারের ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদে থাকছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৌমিত্র শেখর, বিশিষ্ট কথাসাহিত্যিক আনিসুল হক এবং বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ত্রপা মজুমদার।
দেশসেরা বাংলাবিদ জিতে নিবে ১০ লক্ষ টাকার মেধাবৃত্তি। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবে যথাক্রমে ৩লক্ষ টাকা ও ২লক্ষ টাকার মেধাবৃত্তি।
আরো পড়ুন : চ্যানেল আই সেরাকণ্ঠ- সিজন-৭, রাজশাহী এবং রংপুর বিভাগের অডিশন ২০ জানুয়ারি