বিনোদন রিপোর্ট : ‘সব মানুষের স্বপ্ন তোমার চোখের তারায় সত্যি হোক, আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক।’ – এমন দারুণ স্লোগান নিয়ে ঢাকায় চলছে বন্যার্তদের নিয়ে কনসার্ট।
বন্যা বা যে কোনো দূযোর্গে বরাবরই পাশে থেকেছে রকস্টাররা। এবারে সিলেটের বানভাসী মানুষদের পাশে দাঁড়াতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভিত্তিক সকল সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে দুদিনব্যাপী কনসার্ট অনুষ্ঠিত হচ্ছে। আজ এর শেষ দিন। এই কনসার্টে অংশ নেয়া দলগুলো হলো ওয়ারফেজ, আর্ক, ভাইকিং, এশেজ, আভাস, সহজিয়া, তাবিব এবং রানা, সোনার বাংলা সার্কাস, রাজত্ব, কৃষ্ণপক্ষ, সর্বনাম, আপেক্ষিক, পেন্টাগন, এভার্স, ক্রাক প্লাটুন।
এ প্রসঙ্গে বামবা সভাপতি হামিন আহমেদ বলেন, ‘বন্যা বা যেকোনো প্রাকৃতিক দূর্যোগে আমরা সবসময় পাশে ছিলাম ও থাকবো। একই সাথে রাষ্ট্রের যে কোনো সংস্থা যদি কোনো উদ্যোগ নিয়ে আমার ব্যান্ড বা বামবার সদস্যদের ডাকেন, তাহলে আমরা সেখানেও স্বাগ্রহে অংশ নিতে প্রস্তুত। আমরা তরুনদের প্রতিনিধি। ওরাই যে কোনো দূর্যোগে কোনোকিছু না ভেবেই ছুটে যায়। মানুষের পাশে দাঁড়ায়। সেই জায়গা থেকে বলব, যে কোনো রক কনসার্ট শুধু ফান্ড কালেকশন নয়। বরং যে কোনো সংকটে সারাদেশকে উজ্জীবিত করে, অনুপ্রেরণা দেয়।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে বন্যার্তদের জন্য এই কনসাটের আয়োজক বাংলাদেশ ছাত্রলীগ। কনসার্টে অংশ নেয়া প্রসঙ্গে ভাইকিংস ব্যান্ডদলের ভোকাল তন্ময় তানসেন বলেন,‘এটা তো শুধু একটি কনসার্ট না। আমাদের নৈতিক দায়িত্ব। এর আগেও একাধিক চ্যারিটি কনসার্টে ভাইকিংস ছিল। সবসময় থাকবে। আমার মনে হয় সমাজের যে কোনো স্তরের চেয়ে শিল্পীরা সবচেয়ে আগে মানবতা দেখায় এবং কাজ করে। যদিও দিন শেষে তারাই হয়তো কষ্টে ভোগে। কিন্তু শিল্পীরা আজন্ম প্রতিদানহীন কাজ করে যায়। শিল্পীরা তো সুবিবেচক হয়। আর রকস্টাররা সে কাতারে শীর্ষে। আমরা মূলত মাঠকর্মী। মাঠে উত্তাল জনস্রোতকে নানান সময়ে সমাজ চেতনার গল্পই তো আমরা সুরে সুরে বলি। তাই এই কনসার্টে অংশ নেবার আনন্দ অন্যরকম। এটাই আমার দেশপ্রেমের বহি:প্রকাশ। ’
আর্কের হাসান বলেন, ‘এ জীবনে দেশের নানান সংকটে, প্রাকৃতিক দূর্যোগে যখন কেউ বলেছে পারফর্ম করে দেন। একবারও না করিনি। এটা তো বিবেকের তাড়না। আমরা রকস্টাররা বরাবরের সহমর্মি জাতি। এ কারণেই এটাকে পেশা করে, নেশা হিসেবে নিয়ে একটা জীবন পার করলাম। তরুনদের সাথেই আজীবন থেকে গেলাম। সিলেটবাসীর জন্য আমার অন্তর থেকে দোয়া। সেই দোয়ায় সামিল হবার জন্যই আমাদের এই কনসার্টে অংশ নেয়া।’
দুদিন ব্যপী কনসার্টের আজ শেষ দিন
আরো পড়ুন : পূর্ব ইউক্রেনের শপিংমলে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত ১০