বামনায় ভূমি অফিসের সরকারি টিন আত্মসাতের অভিযোগ

দুর্নীতি প্রচ্ছদ হ্যালোআড্ডা

নিজস্ব সংবাদদাতাঃ বরগুনার ভাবনা উপজেলা ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারী মোসাম্মৎ আসমা বেগমের বিরুদ্ধে ভূমি অফিসের সরকারি টিন আত্মসাৎ এর অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ডৌয়াতলা ভূমি অফিসের কিছু পুরাতন ঘরের টিন আসমা বেগম তার নিজ বাড়িতে নিয়ে টিউবওয়েলের বেড়া দিয়েছে। অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য এই প্রতিনিধি আসমা বেগমের বাড়িতে গেলে তার বাড়ির টিউবওয়েলে তিনখানা টিন দিয়ে বেড়া দেখতে পাওয়া যায়। তখন আসমা বেগমকে তার বাড়িতে পাওয়া যায়নি। এ সময় আসমা বেগমের সাথে ফোনে যোগাযোগ করলে তিনি জানান, টিউবয়েলের বেড়া দেয়ার টিন আমি আমার বাবার বাড়ি থেকে নিয়েছি। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত ঘর “বীর নিবাস” পেয়েছেন। তাই আমাদের পুরাতন ঘরের যে টিন ছিল সেই টিন নিয়ে আমি টিউবওয়েলে বেড়া দিয়েছি। আপনারা চাইলে খোঁজ নিয়ে দেখতে পারেন আমি ভূমি অফিস থেকে কোন টিন আনিনি। যারা আমার নামে এই অভিযোগ দিয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে হেয় করার জন্য অভিযোগ দিয়েছে।

আরো পড়ুন : সিলেট সিটি নির্বাচনে কাউন্সিল প্রার্থী আফতাবকে ইসি’র তলব, সাঈদের বিরুদ্ধে মামলা

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *