বিএনপির সাবেক এমপি আখতারুজ্জামান মনোনয়ন ফরম নিলেন

জনপ্রতিনিধি নির্বাচন পুরুষ প্রচ্ছদ মুক্তমত রাজনীতি হ্যালোআড্ডা

বিএনপি থেকে বহিষ্কার হওয়া সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান কিশোরগঞ্জ-২ আসন থেকে নির্বাচন করতে চান। এরই মধ্যে তিনি মনোনয়নপত্রও কিনেছেন। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি এ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

বুধবার দুপুরে নির্বাচন কমিশন কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম নিয়েছেন বলে জানিয়েছেন।

আখতারুজ্জামান জানান, ব্যক্তিগতভাবে ফরম সংগ্রহ করেছেন তিনি। বিএনপি নির্বাচনে অংশ নিলে দলীয় মনোনয়ন চাইবেন। ফরম প্রস্তুত করতে সময় লাগে, এজন্য আগে সংগ্রহ করে রাখলেন বলে জানান তিনি।

আখতারুজ্জামান ১৯৯১ ও ১৯৯৬ সালে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্বও পালন করেছেন।

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে ২০২২ সালে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে তাঁকে বহিষ্কার করা হয়।

আরো পড়ুন : তীব্র সংকট ও বিশৃঙ্খলার মধ্যেই হঠাৎ কমল ডলারের দাম

 

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *