বিডিপিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ

অর্থনীতি আইন-আদালত ইতিহাস-ঐতিহ্য ওকে নিউজ স্পেশাল জাতীয় নিয়োগ বিজ্ঞপ্তি নির্বাচন প্রচ্ছদ রাজনীতি হ্যালোআড্ডা

হাইকোর্ট আজ নির্বাচন কমিশনকে (ইসি) এক মাসের মধ্যে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)-কে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করার নির্দেশ দিয়েছেন। বিডিপিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না করার ইসির সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন আদালত।

বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিডিপির চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম কর্তৃক দায়েরকৃত এক রিট আবেদনের শুনানি শেষে এ রায় প্রদান করেন। রিট আবেদনে ইসির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছিল।

গত বছরের ২৬ অক্টোবর বিডিপি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য ইসির কাছে আবেদন করে। দলের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনটি ইসিতে জমা দেন।

চলতি বছরের ১০ এপ্রিল ইসি দলটির কোনো প্রাসঙ্গিক শাখা সংগঠন না থাকার কারণ দেখিয়ে আবেদনটি প্রত্যাখ্যান করে বলে আবেদনকারীর আইনজীবী এহসান এ সিদ্দিক জানিয়েছেন।

বিডিপি নিবন্ধনের জন্য সব প্রয়োজনীয় শর্ত পূরণ করেছে বলে হাইকোর্ট মত দিয়েছেন। রায়ের কপি পাওয়ার এক মাসের মধ্যে বিডিপিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

আরো পড়ুন : বৈধ সম্পদ অর্জনে জাহিদ মালেক-পলক-মির্জা আজমের বিরুদ্ধে দুদকের ছয় মামলা

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *