ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে আলোচনা করতে ‘বিরল সফরে’ সৌদি আরবে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে রাশিয়ার ভূমিকা পুনর্ব্যক্ত করতে মস্কো ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে আলোচনা করতে ভ্লাদিমির পুতিন সৌদি আরবের রিয়াদে পৌঁছেছেন।
এর আগে তিনি আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তেল, গাজা ও ইউক্রেন নিয়ে আলোচনা করবেন রুশ প্রেসিডেন্ট।
ইউক্রেনের শিশুদের ‘বেআইনি নির্বাসনে’ জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক ফৌজদারি আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল পুতিনের বিরুদ্ধে। সেই ঘটনার পর পুতিনের জন্য রাশিয়ার বাইরে এই সফর ‘একটি বিরল ঘটনা।’
আরো পড়ুন : নিষেধাজ্ঞায় পড়লে পোশাক না কেনা কিংবা অর্থ পরিশোধ না করার শর্ত দিয়েছে ক্রেতা প্রতিষ্ঠান