বিরামপুরের যত খবর

আইন-আদালত ক্রাইম নিউজ জাতীয় পুরুষ প্রচ্ছদ হ্যালোআড্ডা

বিরামপুরে ভুয়া ডিএসবি পুলিশ জনতার হাতে আটক।

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর বিরামপুরে ডিএসবি পুলিশ পরিচয়দানকারী এক ভুয়া পুলিশ আটক করেছে স্থানীয় জনতা।

শুক্রবার বিরামপুর থানা সূত্রে জানা যায়, (২৭ ডিসেম্বর) দুপুর ১-৩০ ঘটিকার সময় উপজেলার ৩নং খানপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত দক্ষিন শাহবাজপুরের মনছুরের ছেলে বকুল মিয়ার বাড়িতে দিনাজপুর জেলার পাচকোড় গ্রামের আমির উদ্দিনের ছেলে ওমর ফারুক (৩৫) উপস্থিত হয়ে বলে যে আপনার ছেলের পুলিশের চাকুরি হয়েছে আমি ডিএসবি পুলিশ রুপে তদন্ত করার জন্য এসেছি। এ সময় বকুল মিয়ার পিতা মনসুরের নিকট অর্থের দাবি করেন।

একপর্যায়ে মনসুর আলী অর্থ দিতে অস্বীকার করেন।ঘটনাস্থলে তার পরিচয় জানতে চাইলে পরিচয় না দিয়ে হুমকি ধামকি প্রদান করতে থাকেন। এমন সময় মানুষজন জড়ো হতে থাকলে ওমর ফারুক হঠাৎ করে দৌড় দিয়ে পালাইয়া যায়। এলাকার উৎসুক জনতা তাকে ধরে ফেলে ৯৯৯ ফোন করলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে সরকারি কর্মচারী ছদ্মবেশ ধারন করে অর্থ দাবির অপরাধে আটক করে। বিরামপুর থানায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। যার নং ১৫ তারিখ ২৭/১২/২৪ইং

বিরামপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

দিনাজপুর জেলার বিরামপুর থানা পুলিশ ও র‌্যাব যৌথ অভিযান চালিয়ে সীমান্তবর্তী কাটলা এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিনাজপুর আদালতে সোপর্দ করেছে।

বিরামপুর থানার এসআই আমির হোসেন জানান, বিরামপুর উপজেলার চাপড়া বাজার এলাকার ওয়াকিল সরকারের ছেলে সুজন সরকারের (৩০) নামে জয়পুরহাট থানায় ২০২০ইং সালের ৫ জুলাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। সেই মামলার বিচারিক কার্য্যক্রম শেষে বিজ্ঞ জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ ২য় আদালত সম্প্রতি পলাতক সুজনকে যাবজ্জীবন কারাদন্ড আদেশ প্রদান করেন। আদালতের গ্রেফতারি পরোয়ানা মূলে বিরামপুর থানা পুলিশ র‌্যাব-১৩ দিনাজপুর এর সহায়তায় বুধবার (২৫;ডিসেম্বর) দিবাগত গভীর রাতে কাটলা এলাকা থেকে সুজনকে গ্রেফতার করেন।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতারের পর বৃহস্পতিবার দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

বিরামপুরে দুই ট্রাকের সংঘর্ষে ট্রাক ড্রাইভার

দিনাজপুর জেলার বিরামপুরে মহাসড়কের মির্জাপুর মোড়ে দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিরামপুর পৌরশহরের বিরামপুরস্থ ঘোড়াঘাট রেলঘুমটির মহাসড়কের মির্জাপুর মোড়ে দু’টি ট্রাকের সংঘর্ষে মুখোমুখি সংঘর্ষে এই দূর্ঘটনার ঘটনা ঘটে।
জানা যায়, দিনাজপুর থেকে কাগজের পুরাতন কার্টুন নিয়ে একটি ট্রাক জয়পুরহাট অভিমূখে যাচ্ছিল। বিরামপুরের মির্জাপুর মোড়ে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভোরে বিপরীত দিক থেকে আসা অপর ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে কার্টুনবাহী ট্রাকের চালক গোলাম রব্বানী (৪০) গুরুত্বর আহত হন। তাঁকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শাহরিয়ার পারভেজ রব্বানীকে মৃত: ঘোষণা করেন।

নিহত গোলাম রব্বানী জয়পুরহাট জেলার কালাই উপজেলার বফলগাড়ী গ্রামের নূর ইসলামের ছেলে।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, নিহতের পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে এবং আইনী প্রক্রিয়া চলছে।

জাহিনুর ইসলাম

বিরামপুর দিনাজপুর

আরো পড়ুন : গাইবান্ধার যত খবর

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *