বিরামপুরের যত থবর

জাতীয় প্রচ্ছদ রাজনীতি হ্যালোআড্ডা

জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদককে সংবর্ধনা
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুর জেলা আওয়ামীলীগের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতাকে বিরামপুর বার্তার উদ্যোগে ফুলেল সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

সাপ্তাহিক বিরামপুর বার্তা কার্যালয়ে বুধবার (১১ জানু:) দুপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সাপ্তাহিক বিরামপুর বার্তার সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, বিরামপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান পারভেজ কবীর, সাবেক পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, নবাবগঞ্জ উপজেলা ভাইস-চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সেলিম রানা, সাবেক পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন, আওয়ামীলীগ সাবেক পৌর সভাপতি রুহুল আমীন সরকার, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আজিজুল ইসলাম, খানপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিপন মানিক দোলন প্রমূখ। পরে উপজেলার রতনপুর এতিমখানা মাদ্রাসায় দোয়া ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়

বিরামপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত মহিলার মৃত্যু

দিনাজপুরের বিরামপুরে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সেপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত মহিলা অনুমানিক (৪০) এক ব্যক্তি মারা যায়।
১১ জানুয়ারী বুধবার ভোর সাড়ে ৫ টার দিকে বিরামপুর মৌপুকুর আবাসন এলাকায় এ ঘটনা ঘটে। পরে পার্বতীপুর রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই ব্যক্তির মরদেহটি উদ্ধার করে।
জানাযায়, বুধবার সকালে বিরামপুর মৌপুকুর আবাসন এলাকায় রেললাইনে কাটাপড়া রেললাইনের পাশে এক অজ্ঞাত মহিলার মরদেহটি দেখতে পায়, পরে রেলওয়ে পুলিশকে খবর দিলে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম নূরুল ইসলাম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সেপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি মারা গেছে, এমন সংবাদে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার পরিচয় এখনো জানা যায়নি। এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

বিরামপুরের সড়ক দুর্ঘটনায় নিহত-১

বুধবার সন্ধ্যায় বিরামপুর -নবাবগঞ্জ সড়কের গরিব পাড়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় বিরামপুর উপজেলার পলিপ্রায়োগপুর ইউনিয়নের উত্তর ভগবতীপুর গ্রামের মৃত ছফুতুল্ল্যা মন্ডলের পুত্র আব্দুল জলিল (৬০) সড়ক দুর্ঘটনায় নিহত হন।

পরিবার সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় আব্দুল জলিল বাইসাইকেল যোগে নবাবগঞ্জ উপজেলার গরিব পাড়ার গ্রামে যাওয়ার পথে বিপরীত দিক দ্রুতগতিতে আসা থেকে আসা মটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে আব্দুল জলিল সহ মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়।
পথচারীরা তাদের দুজনকে আশংঙ্কাজনক অবস্থায় বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করার পর কর্তব্যরত চিকিৎসক বাইসাইকেল চালক আব্দুল জলিলকে মৃত ঘোষণা করে এবং মোটরসাইকেলের চালকের অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন ।
বিরামপুর থানার ওসি সুমন কুমার মোহন্ত জানান,অভিযোগ না থাকায় প্রয়োজনীয় কাজ শেষে লাশ হস্তান্তর করা হবে।#

মোঃ জাহিনুর ইসলাম

বিরামপুর- দিনাজপুর।

আরো পড়ুন : অনিয়মের অভিযোগে খানসামা উপজেলা মহিলা বিষয়ক  কর্মকর্তা তিন ঘন্টা অবরুদ্ধ

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *