বিরামপুরে শব্দদুষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জনদুর্ভোগ প্রচ্ছদ লাইফ স্টাইল শিল্প প্রতিষ্ঠান

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে পরিবেশ দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা এবং ‘শব্দদ‚ষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বম‚লক প্রকল্প’ এর আওতায় সরকারি পেশাজীবী, পরিবহণ চালক ও সাংবাদিকদের নিয়ে শব্দদ‚ষন নিয়ন্ত্রণে সচেতনতাম‚লক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ জুন) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. হুমায়ুন কবীর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকারের সভাপতিত্বে, কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ মোমেনুল হক, পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার আসলাম উদ্দিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, সিনিয়র সহকারী পুলিশ সুপার এ,কে এম ওহিদুন্নবি, বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

জাহিনুর ইসলাম
বিরামপুর, দিনাজপুর

আরো পড়ুন : ইসলামী ব্যাংক -ই-ক্যাব কো-ব্রান্ডেড প্রিপেইড কার্ড সেবা চুক্তি

 

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *