বিরামপুরে সমাজসেবা অধিদপ্তরের ঋণদান ও চিকিৎসা সহায়তার চেক বিতরন।

অর্থনীতি জাতীয় প্রচ্ছদ শিল্প প্রতিষ্ঠান স্বাস্থ্য কথা

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি ঃ বিরামপুরে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় ৪৭ জন উপকারভোগীকে ১৪ লক্ষ টাকার ক্ষুদ্র ঋণদান করা হয়। ৫ রোগীর প্রত্যেক ৫০ হাজার টাকার চিকিৎসা সহায়তার চেক বিতরন হয়।

৭এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভায় সভাপতিত্ত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার। উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম সঞ্চালিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক, আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক।

অনুষ্ঠানে ২ জন ক্যান্সার রোগী মাহমুদপুরের মোরসেদা বেগম ও প্রাণনাথপুরের আকলিমা, স্ট্রকে প্যারালাইসিস জন ২ রোগী ইসলামপাড়ার বেলাল হোসেন ও শামীম আকতার এবং কিডনী রোগী পূর্বজগন্নাথপুরের জাহানারা বেগম প্রত্যেকের হাতে চিকিৎসা সহায়তার চেক তুলে দেওয়া হয়।

জাহিনুর ইসলাম
বিরামপুর, দিনাজপুর

আরো পড়ুন : খুলনা জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন করল ইসলামী ব্যাংক

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *