বিরামপুরে ৯২হাজার ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। 

আইন-আদালত ক্রাইম নিউজ নারী পুরুষ প্রচ্ছদ

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-ঃ দিনাজপুরের বিরামপুর উপজেলায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ অভিযান চালিয়ে ৯২হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। বুধবার বিরামপুর থানার প্রস্তমপুর ফকির পাড়া গ্রামে এ অভিযান চালান র‌্যাব-৫। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ এর লে. কর্ণেল অধিনায়ক রিয়াজ শাহরিয়ার  এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বিরামপুর থানার প্রস্তমপুর ফকিরপাড়া এলাকা হতে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোশাররফ হোসেন এর বাড়িতে অভিযান চালিয়ে ৯২হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক শাহনাজ পারভীন, সিদ্দিক আলী শাহ ও সেলিনা আক্তার রুপালিকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানের সময় বাড়ির মালিক মোশাররফ হোসেন ও তার শশুর র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ির পেছনের দরজা দিয়ে ভুট্টার ক্ষেতের মাঝখান দিয়ে পালিয়ে যায়।

গ্রেফতার আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, অভিযুক্ত মোশাররফ হোসেন ও তার স্ত্রী শাহনাজ পারভীন কুখ্যাত মাদক ব্যবসায়ীর পরিবার। তারা কক্সবাজার জেলার টেকনাফ থেকে ইয়াবার বড় বড় চালান বিরামপুরে নিয়ে এসে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সরবরাহ করতো।

মোশাররফ ও তার স্ত্রী এলাকায় মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের মুল হোতা। এ ছাড়াও মোশারফের শশুর মোঃ বিপ্লব হোসেন অন্যান্য মাদক ব্যবসার সাথে প্রত্যক্ষভাবে জড়িত। সে ইয়াবার চালান নিয়ে এসে তার নিজ বাড়ি ও তার শশুরবাড়িতে আন্ডারগ্রাউন্ড করে অভিনব কায়দায় সংরক্ষণে রেখে ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতো।

জাহিনুর ইসলাম

বিরামপুর দিনাজপুর

আরো পড়ুন : চট্টগ্রাম নগরীর ১ লাখ ৪২ হাজার ভবনই ভূমিকম্পের ঝুঁকিতে

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *